আমারা জানি গুগল প্লেতে লক্ষাধিক এ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে। উক্ত
অ্যাপস সম্ভার হতে প্রয়োজনীয় সব কাজের অ্যাপস বের করে ডাউনলোড করা প্রায় অসম্ভব।
আর এইসকল অ্যাপস হতে প্রয়োজনীয় একটা অ্যাপস আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখা ভাল আপনারা অনেকেই এই বিষয় গুলো জানেন তাই যারা জানেন না বা জানার সময় পান না তাদের জন্য আমার এই পোস্ট।
ভুলত্রুটিহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রথমে, এখান থেকে ডাউনলোড করুন আপনারা অনেকেই ফেসবুক, ইয়াহু, স্কাইপ, জি টক ইত্তাদি মেসেঞ্জার ইউস করেন। আবার অনেকে এক অ্যাপ দিয়ে সব সোশ্যাল নেটওয়ার্ক এ যুক্ত হওয়ার জন্য নিমবাজ,ইবাডি,আই.এম.ও ব্যবহার করেন।
তাদেরকে বলবো এই মেসেঞ্জারটি ব্যবহার করে দেখেন বাকি সব মেসেঞ্জার বাদ দিয়ে দিবেন। এই একটি অ্যাপ দিয়ে আপনি ফেসবুক, ইয়াহু, স্কাইপ, জি টক শহ মোট ১৭/১৮ টি সোশ্যাল নেটওয়ার্ক এ চ্যাট করতে পারবেন ফ্রী তে।প্রতি বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করার ঝামেলা নেই।
তো এখনি ডাউনলোড করে উপভোগ করুন।

No comments:
Write comments