Saturday, 30 April 2016

SSC Result 2016 মে মাসের প্রথম সপ্তাহে – রেজাল্ট পাওয়ার সকল উপায় ও টিপস জেনে নিন

আজকের এই টিউন টা করার মুল উদ্দেশ্য হচ্ছে, আমাদের মাঝে অনেক এ আছে যারা এবার এস এস সি এক্সাম দিয়েছে, তাদের কে সেই বেপারে অবগত করার জন্য আমিও কিন্তু এবার এক্সাম দিয়েছি , তাই সবাই আমার জন্য দুয়া করবেন SSC Exam Result 2016:- ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফল আগামী মে মাসের ৫-৭ তারিখের মধ্যে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে ওই তিনদিনের মধ্যে যেকোনো একদিনের সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষাবোর্ডের সূত্র থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবীর চৌধুরী বলেন, আগামী মাসের ৭ তারিখের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। এ লক্ষ্যে সময় নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে ১৬ লাখ সাড়ে ৪৪ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সুত্রঃ ইন্টারনেট মোবাইলে SMS এর মাধ্যমে SSC Exam Result 2016 জানার নিয়মঃ SSC Space First 3 Letters of Board Space Roll NumberSpace 2016 এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন। For Dakhil Result: Dakhil MAD Space Roll Number Space 2016 এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন। SMS Short Code for Different Education Board: Dhaka Board- DHA, Barisal Board- BAR, Rajshahi Board- RAJ, Jessore Board- JES, Comilla Board- COM, Dinajpur Board- DIN, Chittagong Board-CHI, Sylhet Board-SYL, Madrasha Board- MAD অনলাইনে SSC Exam Result 2016 সংগ্রহ নিয়মঃ অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এখান থেকে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে। ভাল থাকুন সুস্থ থাকুন ট্রিক টাইম ২৪ ডট কম এর সাথেই থাকুন। কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন


No comments:
Write comments