Saturday, 30 April 2016

রক্ষা করুন, কি করে বুঝবেন? দেখে নিন।

 এবার আপনার পিসি থেক বিপদজনক সফটওয়্যার কে রেমুভ করে, আপনার পিসি কে খতিগ্রস্থ থেকে 



সবাই কেমন আছেন ? আশাকরি ভাল আছেন, আপনাদের দোয়াই আমি ও ভাল আছি।
আজ আপনাদের কাছে একটা খুবই গুরুত্ব পূর্ণ টিউন নিয়ে এলাম, যেটা আপনার পিসির জন্য খুবই দরকার, কারন এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি জানতে পারবেন, এবং দেখতে পারবেন কোন সফটওয়্যার টি আপনার পিসির জন্য ক্ষতিকর বা আপনার উইন্ডোজ এর জন্য ক্ষতিকর। যার কারনে আপনার হার্ডিস্ক আস্তে আস্তে ব্যাড সেক্টর পরে যেতে পারে।
তাই আর দেরি না করে সফটওয়ারটি আপনার পিসিতে নামিয়ে ইন্সটল করে দেখে নিন, এবং রিমুভ করে ফেলুন ইন্সটল করা সফটওয়ারটি, এবং বাচিয়ে নিন আপনার পিসির উইন্ডোজ এবং হার্ডিস্কে।
সফটওয়ারটি নামাতে এখানে ক্লিক করুনঃ সফটওয়্যারটি
আপনাদের সহজের জন্য নিচে একটি ফটো দিয়ে দিলাম দেখে নিবেন।
তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভাল থাকবেন আবার দেখাব, নতুন কিছু নিয়ে।
আল্লাহ হাফেজ।আল্লাহ হাফেজ।আল্লাহ হাফেজ।আল্লাহ হাফেজ।


No comments:
Write comments