Saturday, 30 April 2016

শব্দের চেয়ে ছয় গুণ গতিতে উড়বে প্লেন!




শব্দের চেয়ে ছয় গুণ দ্রুতগতিতে উড্ডয়নে সক্ষম এমন একটি মিলিটারি প্লেন আনার পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান লকহিড মার্টিন।

প্রতিষ্ঠানটি জানায়, তারা প্রতি ঘণ্টায় প্রায় ৭৬২ মাইল (১২৩৬ কিমি) বেগে উড়তে সক্ষম একটি প্লেন নির্মাণ করছেন, যা শব্দের তুলনায় ছয়গুণ দ্রুততর।

প্রতিষ্ঠানটির অ্যারেনটিক্স বিভাগের প্রধান অরল্যান্ডো কার্ভালহো জানান, প্লেন নির্মাণের অগ্রগতি দ্রুতগতিতে হচ্ছে, তবে এক্ষেত্রে উন্নতির আরও অনেক বাকি আছে।

প্রকল্পটির চেয়ারম্যান মেরিলিন হিউসন বলেন, কম খরচের মধ্যেই যে হাইপারসনিক প্লেন বানানো সম্ভব তা আমরা প্রমাণ করতে যাচ্ছি। আমাদের ধারণা এমন প্লেন নির্মাণ ও উড্ডয়নে ১ বিলিয়নের কম ব্যয় হবে।

এই প্লেনগুলো সাধারণ জেটের মতো বায়ু সংকোচনে ফ্যান ব্লেইডের পরিবর্তে প্লেনের সম্মুখগতির ফলে তৈরি ধাক্কায় সংকুচিত বায়ুর মধ্যে জ্বালানী ব্যবহারের মাধ্যমে উড়বে। এ ছাড়া প্লেনটি স্পেইস শাটলের মতোই সিরামিক টাইলস দিয়ে ঢাকা থাকবে, ফলে প্লেনটি ম্যাক ৬ গতিসীমায় পৌঁছতে সক্ষম হবে।

এসআর-৭২ নামের এই প্লেন ২০৩০ সালে চালু হবে বলে ধারণা করা হচ্ছে।


No comments:
Write comments