Monday, 9 May 2016

‌নি‌য়ে নেন সব চে‌য়ে চমৎকার এক‌টি Luncher । না নি‌লে চরম মিস কর‌বেন



আসলামুআলাইকুম, ‌নি‌য়ে আসলাম এন‌ড্রো‌য়েড এর জন্য আকর্ষনীয় luncher এপ‌টির কিছু screen sort  এপস‌টি‌তে যা যা র‌য়ে‌ছে 1) Port-rate App Launcher.2) Mirror App Launcher 3) Transparent News paper 4) Fly Butterfly live wallpaper for you 5) Transparent Paint 6) Transparent Guitar 7) Save water drop live wallpaper for you 8) Transparent Sudoku Game 9) Transparent SMS Inbox and Sent Box 10) Transparent SMS Popup 11) Transparent Call logs 12) Transparent Note 13) Quick app opener 14) Message and Call Logs Backup & Restore15) Who’s call Announcer. 16) Transparent Live Wallpaper. 17) Real Bow & Arrow game (Transparent ) 18) Zoom Video Player এবং আরো কিছু scren sort  এবং  আসা ক‌রি ভা‌লো লে‌গে‌ছে, তাহ‌লে এখান থে‌কে ডাউন‌লোড ক‌রেন । CLICK HERE TO DOWNLOAD Transparent Screen Launch সবাই ভা‌লো থাকুন ধন্যবাদ

এবার যেকোন Wi-Fi Connect করুন Password ছাড়া আপনার এন্ড্রয়েড ফোনে।



আসসালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন?আশা করি ভাল।আমিও ভাল।
আজ আমি যে টিওটোরিয়াল টি আপনাদের দিব তা হল কিভাবে Password ছাড়া আপনার এন্ড্রয়েড ফোনে Wi-Fi Connect করবেন। জানিনা এখানে এর আগে এই বিষয়ে কোন পোস্ট হয়েছে কিনা,যদি হয়ে থাকে যাই হোক এবার শুরু করি। তবে আগেই বলে রাখি সবাই Wi-Fi Connect নাও হতে পারে তবে বেশির ভাগ Connect হবে।এই কাজটি করতে হলে একটি এ্যাপ লাগবে যার নাম Wi-Fi Master । তো চলুন ডাওনলোড করে নিই।
File Name: Wi-Fi File Size: 6.14 MB ↓↓ →→DownLoad Now
ডাওনলোড করে এ্যাপটি Install করে Open করুন।এবার দেখুন Automatic Data Connection On হয়ে Wi-Fi Search হচ্ছে।যদি আপনার আশে-পাশে Wi-Fi থাকে তাহলে দেখবেন Wi-Fiu Device টি পাবে তখন আপনি এই Wi-Fi Name এ ক্লিক করে Auto Connect লিখাতে ক্লিক করুন।তারপর অল্প কিছুক্ষন অপেক্ষা করুন।এবার দেখুন Connect হয়ে গেছে।
সবাই কে ধন্যবাদ।আমার জন্য দোয়া করবেন।
আর কোন সমস্যা হলে কমান্ট করবেন।

গেম তো জীবনে বহু খেলেছেন এবার এটাই একটু চেষ্টা করে দেখুন তো কেমন লাগে


আস সালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? ভালো থাকারই কথা। তো শুরু করছি।
আজকে অসাধারণ একটা গেম শেয়ার করলাম এই গেমটি আমার কাছে অসাধারন লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও গেমটি ভালো লাগবে।
গেম টি ডাউনলোডের পুর্বে নিচের স্ক্রিনশট গুলো দেখে নিন। তারপরে ভালো লাগলে ডাউনলোড করতে পারেন।
তবে এক কথায় গেম টি অনেক ভালো এক বার ট্রাই করে দেখতে পারেন।
এখান থেকে ডাউনলোড করুনতো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে__।
সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন এই কামনা।

ছয় লক্ষাধিক বার ডাউনলোডকৃত অসাধারন একটি অ্যান্ড্রয়েড গেম পেরাডাইস আইসল্যান্ড।



আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আজ আমি আপনাদের সাথে পেরাডাইস আইসল্যান্ড নামের একটি খুব সুন্দর গেম শেয়ার করব।
গুগল প্লে থেকে ছয় লক্ষাধিক বার ডাউনলোড কৃত গেমটির অসাধারণ গেম প্লে আর গ্রাফিক্স আপনার নজর কাড়বেই বলে আমার বিশ্বাস।
গেমটির খেলার উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার আইসল্যান্ডটি নিজের মত করে সাজাবেন আর পর্যটকদের নিকট হতে টাকাসংগ্রহ করে গেমের বিভিন্ন পর্যায়ে উন্নিতহবেন। গুপ্ত ধন খোঁজা, নতুন রাস্তা নির্মাণ, হোটেল, কফিশপ, বাচ্চাদের খেলার জায়গা ইত্যাদি নির্মাণ করবেন।
আপনারা যারা ফেসবুকে ফার্ম ভিলে খেলেন তাদের গেমটি আরও বেশি ভাল লাগবে বলে আমার বিশ্বাস। গেমটি খেলার জন্য ইন্টারনেট কনেকশন থাকা জরুরি না। অর্থাৎ আপনি অফলাইনে খেলতে পারবেন। তবে ফেসবুক বা টুইটারে শেয়ার করলে আলাদা বোনাস পাবেন।
Game Requirements:
Android OS 2.1 +
Game Version : 2.1.7
Game Size : 29 MB (Full Version)
Internet Connection : Not Mandatory
নিচ থেকে গেমটি ডাউনলোড করে নিন ।
Paradise Island 1 খেলে যদি ভাল লাগে তাহলে Download করে নিন।

[youtube] ইউটিউব থেকে ডাউনলোডের সহজ পদ্ধতি


বিসমিল্লাহির রাহমানির রাহীম। আস্সালামু আলাইকুম।

 কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন । আপনাদের দোয়া আমি ভাল আছি। আজ একটা নতুন পোষ্ট শেয়ার করছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
[ইউটিউব থেকে ডাউনলোডের সহজ পদ্ধতি ইউটিউব থেকে টপাটপ গান বা ভিডিও ডাউনলোড করতে পারছেন না? ডাউনলোডার দিয়ে আপলোড করতে হচ্ছে? তবে আর নয়, এখন অনেক সহজেই, ডাউনলো়ডার ছাড়া গান বা ভিডিও মুহূর্তেই ডাউনলোড করতে পারবেন। কী ভাবে? আসুন জেনে নিই।
১. প্রথমে ইউটিউবে যান। সেখানে আপনার পছন্দের গান বা ভিডিও সার্চ করে ওপেন করুন।
২. সেই গান বা ভিডিওটি চালান। এর পর ইউআরএল youtube.com-এ গিয়ে youtube শব্দটি থেকে শেষ তিনটি লেটার ube ডিলিট করে দিন। সঙ্গে সঙ্গে আপনি চলে যাবেন yout.com-এ ৩. একটা নতুন পেজ ওপেন হতেই ভিডিও বা গানের ফরম্যাটের(mp3/mp4) একটি অপশন আসবে। সেই সঙ্গে কোয়ালিটির অপশনও থাকবে। এর ঠিক নীচে লাল রঙের একটা ডট থাকবে। ওখানে গিয়ে ক্লিক করলেইচ গান বা ভিডিও ডাউনলোড হবে।
৪. এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। সেভ অপশন আসলে আপনার সুবিধামত ফোল্ডারে সেভ করুন।
৫. এরপর চালিয়ে দেখুন। অনেক সময় Select program আসতে পারে। আপনার কম্পিউটারের সুবিধা অনুসারে program select করুন।

বাংলালিংকের অস্থির অফার।।



আসসালামু আলাইকুম।” ইকথা “র পক্ষ হতে আপনাকে জানাই প্রান ঢালা আভিনন্দন।
বাংলালিংক দিচ্ছে মাত্র ৩৫ টাকায় 150MB ইন্টারনেট প্যাক আর সাথে থাকছে বাংলালিংক FnF ও Super FnF এ পাচ্ছো ২৫ পয়সা/মিনিট কল রেট।
চালু করতে ডায়াল : 5000*580#
নেট প্যাকেজ জানতে ডায়াল করুন: *5000*536#.

শেষ হচ্ছে গ্রামীণ ফোনের ‘০১৭’ সিরিজ







শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের অ্যাক্টিভ সিমের সংখ্যা ৫ কোটি ৬৩ লাখ। এর আগে আরও চার কোটির বেশি সিম বিক্রি হলেও সেগুলো এখন অ্যাক্টিভ নেই। এমন পরিস্থিতিতে অপারেটরটির ‘০১৭’ সিরিজের ১০ কোটি নম্বর বিক্রির শেষ পর্যায়ে চলে এসেছে। নতুন উদ্যোগ নেওয়া না হলে অপারেটরটি আর মাত্র কয়েক দিন পরে নতুন সিম বিক্রি করতে পারবে না। তথ্য প্রযুক্তির খবর বিষয়ক ওয়েব সাইট টেক শহর জানায়, এ সমস্যা সমাধানে সম্প্রতি গ্রামীণফোন নতুন একটি নম্বরের সিরিজের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে আবেদন করেছে। সূত্র জানিয়েছে, অপারেটরটির আগ্রহ ০১২ সিরিজের প্রতি। বর্তমান নম্বর প্ল্যানিং অনুসারে একটি অপারেটর একটি সিরিজের সর্বোচ্চ ১০ কোটি নম্বর বিক্রি করতে পারবে।
গ্রামীণফোন তাদের এ সমস্যার কথা প্রথম জানিয়েছিল গত বছরের শুরুর দিকে। তখন নিয়ম ছিল একটি সিম টানা ২৪ মাস বন্ধ না থাকলে সেটি পুনরায় বিক্রি করা যাবে না। অপারেটরটির নম্বর সংক্রান্ত এ সমস্যা সমাধানে গত বছরের শেষ দিকে বিটিআরসি ২৪ মাসকে কমিয়ে ১৫ মাস করে দিয়েছে।
ফলে কোনো সিম ১৫ মাস বন্ধ থাকলে সেটি আবার বিটিআরসি’র অনুমোদন সাপেক্ষে বিক্রি করতে পারে তারা।
এরপর এ উপায়ে অপারেটরটি বেশ কয়েক লাখ সিম বিক্রির সুযোগ পেলেও পুরনো নম্বরও ফুরিয়ে এসেছে।এ কারণে গ্রামীণফোন নতুন নম্বর সিরিজ চায়। তবে কমিশন বলছে, নতুন নম্বর সিরিজ দেওয়া ছাড়াও সমস্যার সমাধান করা সম্ভব।
বর্তমান সিরিজের সঙ্গে একটি ডিজিট বাড়িয়ে দিয়েই নতুন সিম বিক্রি সম্ভব।
সেক্ষেত্রে তাদের নম্বরের ডিজিট ১১ থেকে বেড়ে ১২ হয়ে যাবে।
এর আগেও গ্রামীণফোনের জন্য একটি একটি করে দু’বার দুটি ডিজিট বাড়ানো হয়েছিল।
পরে সব অপারেটর ১১ ডিজিটে চলে এসেছে। সেক্ষেত্রে গ্রামীণফোন ১২ ডিজিটে গেলে সব অপারেটরকে তখন ১২ ডিজিটে চলে যেতে হবে। বিটিআরসি’র নম্বর প্ল্যানিং অনুসারে বর্তমানে সিটিসেল ব্যবহার করছে ০১১, টেলিটক ০১৫, এয়ারটেল ০১৬, গ্রামীণফোন ০১৭, রবি ০১৮ এবং বাংলালিংক ব্যবহার করছে ০১৯।
এর বাইরে ০১২, ০১৩ ও ০১৪ নম্বর সিরিজ খালি রয়েছে। তবে এসব বিষয়ে চূড়ান্ত
সিদ্ধান্ত নেওয়ার আগে বিটিআরসি নম্বর প্ল্যানিং নিয়ে আরও কাজ করতে চায়। কমিশনের এক কর্মকর্তা বলেন, গ্রামীণফোনকে নতুন সিরিজ না দিয়ে বা এক ডিজিট না বাড়িয়েও সমস্যার সমাধান করা সম্ভব। সেক্ষেত্রে গ্রামীণফোনের নম্বর ০১৭ দিয়ে শুরুর পরিবর্তে ০৭ দিয়েও শুরু করা যেতে পারে। কর্মকর্তারা বলছেন, বিশ্বের বহু দেশ আছে যেখানে অহেতুক বাংলাদেশের মতো তিনটি ডিজিট নষ্ট করা হয়নি। সব বিষয় পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।