Monday, 9 May 2016

ছয় লক্ষাধিক বার ডাউনলোডকৃত অসাধারন একটি অ্যান্ড্রয়েড গেম পেরাডাইস আইসল্যান্ড।



আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আজ আমি আপনাদের সাথে পেরাডাইস আইসল্যান্ড নামের একটি খুব সুন্দর গেম শেয়ার করব।
গুগল প্লে থেকে ছয় লক্ষাধিক বার ডাউনলোড কৃত গেমটির অসাধারণ গেম প্লে আর গ্রাফিক্স আপনার নজর কাড়বেই বলে আমার বিশ্বাস।
গেমটির খেলার উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার আইসল্যান্ডটি নিজের মত করে সাজাবেন আর পর্যটকদের নিকট হতে টাকাসংগ্রহ করে গেমের বিভিন্ন পর্যায়ে উন্নিতহবেন। গুপ্ত ধন খোঁজা, নতুন রাস্তা নির্মাণ, হোটেল, কফিশপ, বাচ্চাদের খেলার জায়গা ইত্যাদি নির্মাণ করবেন।
আপনারা যারা ফেসবুকে ফার্ম ভিলে খেলেন তাদের গেমটি আরও বেশি ভাল লাগবে বলে আমার বিশ্বাস। গেমটি খেলার জন্য ইন্টারনেট কনেকশন থাকা জরুরি না। অর্থাৎ আপনি অফলাইনে খেলতে পারবেন। তবে ফেসবুক বা টুইটারে শেয়ার করলে আলাদা বোনাস পাবেন।
Game Requirements:
Android OS 2.1 +
Game Version : 2.1.7
Game Size : 29 MB (Full Version)
Internet Connection : Not Mandatory
নিচ থেকে গেমটি ডাউনলোড করে নিন ।
Paradise Island 1 খেলে যদি ভাল লাগে তাহলে Download করে নিন।

No comments:
Write comments