সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
মাঝে মধ্যে ল্যাপটপে এডাপ্টর কানেক্ট করলে ব্যাটারী চার্জ হয় না। নোটিফিকেশন লেখা আসে “Adapter Plugin but Not Charging” অথবা “Plugged in and Not Charging”.খুব সমস্যাই পড়ে ছিলাম। চিন্তুা করলাম ব্যাটারি সমস্যা। পরে নেটে ঘাটাঘাটি করে সমাধান খুজে পেলাম। সমাধান করে ফেললাম এবং আপনাদের জন্য বিস্তারিত চিত্র সহকারে দেখানে হলো। নিচে স্টেপ বাই স্টেপ ফলো করুন।
১। প্রথমে আপনার ল্যাপটপ বন্ধ করুন।
২। এরপর আপনার এডাপ্টর কানেক্ট ডিসকানেক্ট করুন।
৩। ল্যাপটের ব্যাটারি খুলে ফেলুন।
৪। আবার ল্যাপটপের এডাপ্টর কানেক্ট করুন।
৫। ল্যাপটপ চালু করুন।
৬। ল্যাপটপ চালু হওয়ার পর আপনার My Computer/ Computer রাইট বাটক ক্লিক করুন এবং Mange অপশণ ক্লিক করুন। নিচের চিত্রের মত
৭। ক্লিক করার পর দেখুন একটা নতুন উইন্ডো আসবে। বাম পাশে দেখুন, Device Manager ক্লিক করুন, দেখুন ডান পাশে দেখুন Batteries অপশণ আছে সেটাতে ক্লিক করুন। দেখুন নিচে আরো অপশন আছে। তার মধ্যে লেখা আছে “Microsoft ACPI-Compliant Control Method Battery” রাইট বাটন ক্লিক করুন দেখুন Uninstall ক্লিক করুন।
৮। মোটামুটি আপনার কাজ প্রায় শেষ।
৯। এইবার ল্যাপটপ বন্ধ করুন।
১০। পাওয়ার কানেক্ট ডিস্কানেক্ট করুন।
১১। পুনরায় ব্যাটারি সংযোগ করুন।
১২। পাওয়ার কানেক্ট পুনরায় করুন।
১৩। ল্যাপটপ চালু করুন।
পোস্টটি সবার সাথে শেয়ার করুনঃ

No comments:
Write comments