Sunday, 1 May 2016

বিটকয়েন দিয়ে কিভাবে ফ্রি .Com/.Net/.Xyz সহ সকল ডোমেইন ও হোস্টিং নিবেন ফুল টিউটোরিয়াল সাথে বিটকয়েন এপস ফ্রি।



আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।
অনেকদিন যাবত পোস্ট করা হয় না । আসলে একটু ব্যাস্ত থাকার কারনে তেমন লেখার সময় হয়ে ওঠে না।
গত প্রায় কয়েকমাস আগে আমার দেওয়া Gokano এর হ্যাকিং টা অনেকের কাজে এসেছে আর তার অনেক ফিডব্যাক পাওয়ায় অনুপ্রেরনা বাড়ছে।
মূলতো কপি/পেস্ট পোস্ট করতে অভ্যস্ত নই সাথে ব্যাস্ততা তো ঘিরেই আছে তাই পোস্ট করতে একটু দেরি হয়।
আর ভুল সবারই থাকে যেকোন ভুল তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন 🙂
অনেকতো বকবক করে ফেললাম আসি মুল কাজে। আজকে মরা শিখবো যে
বিটকয়েন দিয়ে কিভাবে ফ্রি .Com/.Net/.Xyz সহ সকল ডোমেইন ও হোস্টিং নিবেন।
তো চলুন শুরু করা যাক,
আমরা জানি এখন ১ বিটকয়েন = ৪২০ ডলার।
আগে দেখাই কিভাবে বিটকয়েন ফ্রি আর্ন করবেন। আপনাদের কথা ভেবে আমি নিয়ে এলাম ঝামেলামুক্ত এক এপ্স যা মাত্র ৩.৮ মেগাবাইট।
প্রথমে এটি ডাউনলোড করুন
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এবার সফটওয়ারটি আপনার এন্ড্রয়েড এ ওপেন করে ফ্রি রেজিস্ট্রেশন করুন আর প্রতি ঘন্টায় জিততে থাকুন বিটকয়েন মাত্র একটা ক্যাপচা পূরণ করে তাও আবার ফ্রি। কি বিশ্বাস হচ্ছে না ট্রাইতো করে দেখুন। 😀
এবার আসি কিভাবে আমাদের অর্জিত বিটকয়েন দিয়ে ডোমেইন কিনবো……।।
আমরা সবাই কমবেশী জানি যে Namecheap প্রিমিয়াম ডোমেইন ও হোস্টিং এর এক বিস্বস্ত প্রতিষ্ঠান। আর আমরা এটাও জানি যে এই কোম্পানি বিটকয়েন ও সাপোর্ট করে। 😀
আর এখানেইতো মজা।
প্রথমে সাইন আপ করুন
এখানে ক্লিক করে
ট্রিকবিডি এর ইউজার রা সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন তা আমার বিশ্বাস। (তাই আর দেখালামনা)
Step : 1
আগে দেখি যে কিভাবে বিটকয়েন দিয়ে একাউন্টে ডলার লোড করবো
  • আপনার একাউন্টের ড্যাশবোর্ডে লগিন করুন
  • এখন দেখুন ব্যালেন্স ০.০ ।একন ক্লিক করুন Top Up-এ
  • না বুঝল স্ক্রিনশটটি ফলো করুন।Namecheap 1
Step 2:-
  • এখন পেমেন্ট মেথড বিটকয়েন সিলেক্ট করুন
Namecheap2
Step 3:
  • এবার কতো ডলার লোড দিতে চান তা লিখুন
Namecheap3
Step 4:
  • এবার রেন্ডমলি সিলেক্টেড একাউন্ট নাম্বারে আপনার বিটকয়েন সেন্ড করুন।
  • শেষ হলো আপনার সকল কষ্ট এখন নিয়ে নিন ডোমেইন আর হোস্টিং Namecheap4
  • সবাই ভালো থাকুন আর আমার জন্য একটু দোয়া করবেন ,
  • আমি এফিলিয়েট নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি যেন সফল হই।
  • আর আমি সফল হবো ইনশা আল্লাহ। আর আমার প্রতিটা সফল মূহুর্ত যেন শেয়ার করতে পারি।

No comments:
Write comments