Monday, 9 May 2016

ফ্রি তে নিয়ে নিন আপনার ইউটিউব চ্যানেলে আনলিমিটেড সাবস্ক্রাইবার








আশা করি Dreamrt.tk সাথেই আছেন, আর আগামী দিনেও থাকবেন। আমি আছি অনেক দিন যাবত, টেকটিউনস্সের টিউন পরে অনেক উপকার পেয়েছি, অনেক সমস্যার সমাধান খুজে পেয়েছি। যখন যেটা দরকার, সার্চ করলেই পেয়ে গেছি।
তো যাই হোক, টিটি সকলের জন্যই আবশ্যক। হয়ত বেশি কথা বলা হয়ে গেছে, এবার আসি আজকের টিউনের বিষয়বস্তু নিয়ে। আমার আজকের টিউন করার কারণ টাইটেল দেখেই বুঝে ফেলেছেন নিশ্চয়। হ্যা আজকে আমি এমন একটা এপ্স দিব, যেটা আপনার অবশ্যই ভাল লাগবে। এই এপ্স টি দিব দিব করে দেওয়া হয় না, তাই আজকেই দিলাম,
Size: 3.5MB Download Here
এই এপ্সের কাজ এটি এমন ই একটা এপ্স যেটি দিয়ে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের জন্য আনলিমিটেড সাবস্ক্রাইবার নিতে পারবেন। এতে আপনারা পয়েন্ট অর্জন করবেন, আর সেই পয়েন্ট দিয়ে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। আপনার ইউটিউব এর সাবসক্রাইবার বাড়ানোর জন্য লাগবে ৮ পয়েন্ট, মানে ১ সাবস্ক্রাইবার=৮ পয়েন্ট আর আপনি ১ ক্লিকের জন্য পাবেন ৪ পয়েন্ট। মানে ২ টা ক্লিক করলে আপনি এক জন করে সাবস্ক্রাইবার পাবেন। ১ টা ক্লিক করতে লাগে ২ সেকেন্ড। তাহলে এবার বোঝেন। কত সাবস্ক্রাইবার নিবেন। আন লিমিটেড নিতে পারবেন। এত সহজ আর কিছু পাবেন না।

No comments:
Write comments